ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা সহ মোট দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে সেরা বিজ্ঞাপনকে। নিষিদ্ধ হওয়ার পর সাকিব বাদ পড়লেন আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিং থেকেও।
আইসিসি সোমবার নতুন টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে। সাকিব টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ছিলেন দ্বিতীয় স্থানে। বোলিংয়ে নবম ও ব্যাটিংয়ে ছিলেন ৩২তম স্থানে। কিন্তু নতুন প্রকাশিত সূচিতে কোথাও সাকিবের নাম নেই।
মজার ব্যাপার হলো, টেস্টের অলরাউন্ড র্যাঙ্কিংয়ে সাকিব তৃতীয় ও ওয়ানডেতে শীর্ষ স্থানে আছেন। টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিং আপডেট হলে সাকিবের নাম না থাকলে সেটি এখন আর অবাক করা কিছু হবে না।
সাকিবের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। মানসিক অবসাদের কারণে যিনি সদ্যই ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন এই তালিকার চতুর্থ স্থানে।